Meghei Chhilo Thik Thikana

মেঘেই ছিলো ঠিক ঠিকানা
মেঘেই ছিলো ঠিক ঠিকানা
খুঁজতে এলাম মেঘলা দিনে
আজ পালাবার রাস্তা জানা
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে
এক শহরেই গল্প অনেক
ভিজতে থাকে বর্ষাতিও
দোষ ধরো না বন্ধুজনে
পারলে কেবল ভরসা দিও
মুঠোতে থাক স্মৃতির আদর
ফিরছি আমি স্বপ্ন কিনে
মেঘ কে কারা ডাকলো বাদল
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে
চায়ের কাপে বৃষ্টি পরে
জল দাঁড়ালো বাসস্টপেজে... বাসস্টপেজে
মন উড়ে যায় তারা রা তবু কারা বৃষ্টি ভেজে
পাওনা থাকুক অনেক কিছু
হাত ভরে যাক তোমার ঋণে
পুরোনো মন নিচ্ছে পিছু
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে

তোমার দিকে ছুটবো বলে
তোমার থেকে পালিয়ে আসা
ঝমঝমিয়ে বৃষ্টি হলে
চোখ ছাপিয়ে হোক কুয়াশা



Credits
Writer(s): Srijato Mishra, Debajyoti Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link