Ektara Lagena

একতারা লাগে না আমার
দোতারাও লাগে না
একতারা লাগে না আমার
দোতারা ও লাগে না
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে
আহা রে, আকাশে বাতাসে কত
জারি-সারি ভাসে

একতারা লাগে না আমার
দোতারাও লাগে না
একতারা লাগে না আমার
দোতারাও লাগে না
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে

এই মাটিতে ঘুমায় কত
পীর-ফকির, আউলিয়া
হাজার-হাজার মরমিয়া, কত দরদীয়া
তারাই বানাইলো হাছন-লালন
রবি ঠাকুর, নজরুল
জীবনানন্দ, জসীম উদ্ দীন, কবিতার বুলবুল

খঞ্জনী লাগে না আমার
ঢোলকও লাগে না
খঞ্জনী লাগে না আমার
ঢোলকও লাগে না
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে

কণ্ঠ আমার ভাটিয়ালি, পরান ভাওয়াইয়া
আমি তো আর গাই না রে গান
কেউ যেন যায় গাওয়াইয়া
আহা রে, মনেতে কোকিল গাহে
বছর ১২ মাসে
ইচ্ছা করে মাটি হয়ে মাটিতে যাই মিশে

বাঁশরী লাগে না আমার
মন্দিরাও লাগে না
বাঁশরী লাগে না আমার
মন্দিরাও লাগে না
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে
আহা রে, আকাশে বাতাসে কত
জারি-সারি ভাসে

একতারা লাগে না আমার
দোতারাও লাগে না
একতারা লাগে না আমার
দোতারাও লাগে না
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে

দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে
দেশেরই গান গাইতে আমার
হৃদয় থেকেই সুর আসে



Credits
Writer(s): Moniruzzaman Monir
Lyrics powered by www.musixmatch.com

Link