Taar Chokhey Naamey

তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা
গোলাপের কলি যেন
গোলাপের কলি যেন
ঝুঁকে পড়ে কোন নেশাতে
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা

নাম না জানা কোনো পাখি
বলে গেল রাত আছে বাকি
নাম না জানা কোনো পাখি
বলে গেল রাত আছে বাকি
আকাশের দেশে উড়ে গিয়ে শেষে
আকাশের দেশে উড়ে গিয়ে শেষে
ফিরে এসো ফের বাসাতে

তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা

আজ কোন উদাসী হাওয়া
মনে তার গেল খুঁজে পাওয়া
আজ কোন উদাসী হাওয়া
মনে তার গেল খুঁজে পাওয়া
বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে
বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে
আমি বসে কার আশাতে?

তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা
গোলাপের কলি যেন
ঝুঁকে পড়ে কোন নেশাতে
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা



Credits
Writer(s): Basu Monohari, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link