Humairar Nissas Churi Hoye Gache

হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!

বহুদিন ধরে আমি খুঁজছি যারে
লালন মনটারে পালন করে
দেখা হলো তার সাথে
সব দিতে চাইলাম
উজাড় করে
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!

একা একা কাঁদবে নীরবে নীরবে
ওড়াবে ব্যথার ঘুড়ি অন্য আকাশে
বিশ্বাসের নীল ইচ্ছেগুলো
কাঁদে অভিমানে
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!

বিশ্বাসের আদালতে আপীল করে
পথভোলা মনটা ছিল দূরে দূরে
আদালত এতদিনে রায় জানিয়েছে
দেউলিয়াই আমি!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস... গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!

বহুদিন ধরে আমি খুঁজছি যারে
লালন মনটারে পালন করে
দেখা হলো তারই সাথে
সব দিতে চাইলাম
উজাড় করে
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!
হোমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে!



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link