Bagichai Bulbuli Tui

শুধু বিদ্রোহী চেতনা সম্পন্ন কবিতা-গানই নয়
ফার্সি কাব্য-সাহিত্যের সাথে পরিচয়ের ফলে
নজরুলের হাতে উৎসারিত হয়েছে
অনবদ্য প্রেমের কবিতা, কাব্যগীতি এবং গজল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link