Jago Nari Jago

নজরুলের আবির্ভাব ঘটেছিল চলতি শতকের গোড়ার দিকে
বঙ্গভঙ্গ, খেলাফত, অসহযোগ আন্দলোন এবং সন্ত্রাসবাদের পটভূমিতে
গঠিত হয়েছিল তার কবি মানস
জাতীয় নবজাগরণ ও স্বাধীনতার চারণ কবি নজরুল অসহযোগ আন্দোলনের পটভূমিতে
নিরুত্তাপ সমাজ জীবনে অনুভূতি ও আবেগের উত্তাপ সঞ্চারিত করলেন
ব্রিটিশের কারাগারে গিয়েও নজরুল লিখলেন সাড়া জাগানো কবিতা, গান

নাচিছে কালবোশেখী, কাটাবি কাল বসে কি
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার, ভাঙ রে তালা, যত সব বন্দী শালা
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপাড়ি

নজরুলের রচনায় পাশপাশি দীপ্ত হয়েছে
সমাজ ও দেশচৈতন্যের পরিচয়
প্রেম ও প্রকৃতি, romantic স্বপ্ন ও সৌন্দর্য কল্পনা
সমাজ ও রাজনীতি, দৈশিক ও আন্তর্জাতিক ভাবানুভূতি
তিনি নিজেই বলেছেন

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
আর-হাতে রণতূর্য

জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা

দিকে দিকে মেলি তব লেলিহান রসনা
নেচে চল উন্মাদিনী দিগবাসনা
দিকে দিকে মেলি তব লেলিহান রসনা
নেচে চল উন্মাদিনী দিগবাসনা
জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী
জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী
বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা

জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা

ধূ ধূ জ্বলে ওঠে ধূমায়িত অগ্নি
জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নী
ধূ ধূ জ্বলে ওঠে ধূমায়িত অগ্নি
জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নী
পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা
জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা
পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা
জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা
মেঘে আনো বালা বজ্রের জ্বালা
মেঘে আনো বালা বজ্রের জ্বালা
চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা

জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো স্বাহা সীমান্তে রক্ত-টিকা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা
জাগো নারী জাগো বহ্নি-শিখা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link