Boyosh 27

আমার বয়স হল সাতাশ
আমার সঙ্গে মিতা পাতাস,
তোর দু'হাত চেপে ধরি
চাই একটু তুমত্ত্বরি।
আমার বন্ধু ছিল আকাশ
কেন দ্বিধার চোখে তাকাস,
আমি মেঘের ছোট ছেলে
কোলে আমাকে আজ পেলে।

আমার বয়স হলো সাতাশ
আমার সঙ্গে মিতা পাতাস,
তোর দু'হাত চেপে ধরি
চাই একটু তুমত্ত্বরি।

আমার বুক দেখাবো তোকে
বুকে রয়েছে বিদুৎ,
কিছু করলি মনে ধুত
আমি খেয়েছি স্বপ্নকে।
জানিস বজ্র সখা আমার
আমার সাধ এখানে থামার,
তোর আঁচল পেলে বাতাস
আর দরকার কি নামার।

আমার বয়স হলো সাতাশ
আমার সঙ্গে মিতা পাতাস,
তোর দু'হাত চেপে ধরি
চাই একটু তুমত্ত্বরি।

আমি মেঘের ছোট ছেলে
আমার কৌট ভরা রং,
আমি চাইছি না বরং
ওরাই দিচ্ছে নিজে ঠেলে।
আমি জলের ছোট অনু
রক্তে বুনেছি রংধনু,
সাত রোদেলা বন জানে
ব্যাথা ফুটেছে কোনখানে।

আমার বয়স হলো সাতাশ
আমার সঙ্গে মিতা পাতাস,
তোর দু'হাত চেপে ধরি
চাই একটু তুমত্ত্বরি।

আমি ছিলাম তোরি বাঁ-পাশ
আমি ডাকছি ওরে আকাশ
আমি গেলাম ওরে বাতাস
আমি ছিলাম তোরি বাঁ-পাশ।

আমার বন্ধু ছিল আকাশ
কেন দ্বিধার চোখে তাকাস,
আমি মেঘের ছোট ছেলে
কোলে আমাকে আজ পেলে।

আজ বয়স হলো সাতাশ
আমার সঙ্গে মিতা পাতাস,
তোর দু'হাত চেপে ধরি
চাই একটু তুমত্ত্বরি।

আজ বয়স হলো সাতাশ
আমি ছিলাম তোরই বাঁ-পাশ।
আজ বয়স হলো সাতাশ
আমি ছিলাম তোরই বাঁ-পাশ



Credits
Writer(s): Anisul Haque, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link