Du Chokher Isharay (Original)

দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
হুম...
মেঘ ভেজা রোদ্দুরে
মাঝরাতে দুপুরে
ছাউনিতে ছাউনি তোর
খুঁজেছে বারে বারে
হাত বাড়িয়ে দেখ এই হাত ধরে
চল যাই চলে বহু দূরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
অন্তহীন ইচ্ছেরা চায় শুধু
তোর ছোয়া
রং তুলি তোর চোখে
এঁকেছে এ কোন হাওয়া
ডাক দিচ্ছে মনের সব ইচ্ছেরা
ভেসে যাই চল অন্ত মেলে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
হে ...হে... হে... হো.হো... হো...



Credits
Writer(s): Joy Anjan, Budhaditya
Lyrics powered by www.musixmatch.com

Link