Tumi Aponi Jagao More

তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে
হৃদয়নাথ, তিমিররজনী অবসানে হেরি তোমারে
আপনি জাগাও মোরে
তুমি আপনি জাগাও মোরে

ধীরে ধীরে বিকাশো
হৃদয়গগনে বিমল তব মুখভাতি

আপনি জাগাও মোরে
তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে
হৃদয়নাথ, তিমিররজনী অবসানে হেরি তোমারে
আপনি জাগাও মোরে
তুমি আপনি জাগাও মোরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link