Keu Kakhano Thik

কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না
কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না
যদি বা যাও খেন্তপিসির...
যদি বা যাও খেন্তপিসির রান্না শুক্ত খেয়ো না
কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না

ভুক্তভোগী আমরা জানি দুপুর বেলায় কী হয়রানি
ভুক্তভোগী আমরা জানি দুপুর বেলায় কী হয়রানি
দোক্তা দিয়ে যুক্ত করে শুক্ত রাঁধে পিসি
দোক্তা দিয়ে যুক্ত করে শুক্ত রাঁধে পিসি

আর উচ্ছেকুচি থেঁতো করে...
উচ্ছেকুচি থেঁতো করে দাঁতে লাগায় নিশি, পিসি

কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না
যদি বা যাও খেন্তপিসির রান্না শুক্ত খেয়ো না
কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না

শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না
শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না
যদি বা যাও ভুলেও যেন...
যদি বা যাও ভুলেও যেন খেয়াল ঠুমরী গেয়ো না
শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না

নিজের চোখে দেখাশোনা, বানানো নয় এর এক কোণা
আমার নিজের চোখে দেখাশোনা, বানানো নয় এর এক কোণা
কারবালাতে হরবোলা এক বহুরূপী থাকে
কারবালাতে হরবোলা এক বহুরূপী থাকে

সে খেয়াল শুনে দেয়াল ভেঙে
সে খেয়াল শুনে দেয়াল ভেঙে
শিয়াল হয়ে ডাকে ডাকে

শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না
যদি বা যাও ভুলেও যেন খেয়াল ঠুমরী গেয়ো না
শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না

ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেয়ো না
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেয়ো না
যদি বা যাও আন্নামাসির...
যদি বা যাও আন্নামাসির ছ্যাঁচরা রান্না খেয়ো না
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেয়ো না

ছ্যাঁচরা খেলেই প্যাঁচড়া হবে
আঁচড়ে-চুলকে প্রাণটি যাবে
ওরে ছ্যাঁচরা খেলেই প্যাঁচড়া হবে
আঁচড়ে-চুলকে প্রাণটি যাবে
হ্যাঁচরা মেরে শনিবারে কচু ওঠায় মাসি
হ্যাঁচরা মেরে শনিবারে কচু ওঠায় মাসি

তার ছ্যাঁচরা রেঁধে রোববারেতে
তার ছ্যাঁচরা রেঁধে রোববারেতে
তাই খেতে দেয় বাসি, মাসি

ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেয়ো না
যদি বা যাও আন্নামাসির ছ্যাঁচরা রান্না খেয়ো না
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেয়ো না
শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না
কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link