Shonge Tor

ও আকাশ, তুই আমাকে তোর নীল করে নে
ও সাগর, তোর ঢেউয়েরই ঝিলমিল করে নে
ও আকাশ, তুই আমাকে তোর নীল করে নে
ও সাগর, তোর ঢেউয়েরই ঝিলমিল করে নে

আমি স্বপ্ন দেখে দেখে একলা ছবি এঁকে
রাত্রি জেগে করি ভোর

যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর

রোদের সঙ্গে খেলবো আমি লুকোচুরি
ইচ্ছে হলে মেঘের ডানায় উড়াউড়ি
রোদের সঙ্গে খেলবো আমি লুকোচুরি
ইচ্ছে হলে মেঘের ডানায় উড়াউড়ি

যদি সাগর আমায় ডাকে, মুক্ত করে রাখে
ঝিনুকের ভেতর

যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর

রিমঝিম রিমঝিম বৃষ্টি হবো টাপুর টুপুর
ফুলের বুকে হবো আমি হাওয়ার নূপুর
রিমঝিম রিমঝিম বৃষ্টি হবো টাপুর টুপুর
ফুলের বুকে হবো আমি হাওয়ার নূপুর

আমি পাখির পালক ছুঁয়ে সাগর জলে ধুয়ে
হবো ঢেউয়ের চাদর

যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর

ও আকাশ, তুই আমাকে তোর নীল করে নে
ও সাগর, তোর ঢেউয়েরই ঝিলমিল করে নে
ও আকাশ, তুই আমাকে তোর নীল করে নে
ও সাগর, তোর ঢেউয়েরই ঝিলমিল করে নে

আমি স্বপ্ন দেখে দেখে একলা ছবি এঁকে
রাত্রি জেগে করি ভোর

যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর
যাবো সঙ্গে সঙ্গে তোর

(সঙ্গে সঙ্গে তোর)
(যাবো সঙ্গে সঙ্গে তোর)
(যাবো সঙ্গে সঙ্গে তোর)



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link