Tiner Baksho

আমার রঙধনু, আমার দুপুরবেলা
আমার আকাশি নেশা, আমারই গল্পখেলা
আমার জানালার পাশে মেঘে ঢাকা শহর
আমার কথাই বলে রাতজাগা নতুন ভোর

হারিয়ে যাওয়া ওই দূর আকাশে
আমার স্বপ্ন ওড়ে মেঘের দেশে

শিশির ছোঁব আমি
একমুঠো রোদে
দুপুররোদে ভিজব আমি
যাব দূরে ছুটে

আমি কোনটা নেব, এক না কি দুই
দুহাত এক করে স্বপ্ন আমি ছুঁই
আমি কোনটা নেব, এক না কি দুই
দুহাত এক করে স্বপ্ন আমি ছুঁই

রোদমাঠে ছুটি আমি
দেখ চোখটা বুজে
মনের যত ভালোলাগা
নেব আমি খুঁজে

আমি গল্প লিখি কল্পছবির মতো
গল্পে রাজা, রানি, রূপকথা কত
আমি গল্প লিখি কল্পছবির মতো
গল্পে রাজা, রানি, রূপকথা কত

Full volume-এ থাকবে গান
মনটা উঠবে নেচে
মনের যত ভালোলাগা
নেব আমি খুঁজে

আমার রঙধনু, আমার দুপুরবেলা
আমার আকাশি নেশা, আমারই গল্পখেলা
আমার জানালার পাশে মেঘে ঢাকা শহর
আমার কথাই বলে রাতজাগা নতুন ভোর

হারিয়ে যাওয়া ওই দূর আকাশে
আমার স্বপ্ন ওড়ে মেঘের দেশে

শিশির ছোঁব আমি
একমুঠো রোদে
দুপুররোদে ভিজব আমি
যাব দূরে ছুটে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link