Thik Je Kothai

ঠিক যে কোথায় আছো তুমি
নিঃশ্বাসে না স্পন্দনে?

ঠিক যে কোথায় আছো তুমি
নিঃশ্বাসে না স্পন্দনে?

জড়িয়ে আছো, ছড়িয়ে আছো
ভরিয়ে আছো বিশ্বভুবন
জড়িয়ে আছো, ছড়িয়ে আছো
ভরিয়ে আছো বিশ্বভুবন
সত্যি করে চিনতে তোমায়
কম পড়ে যায় একটা জীবন

নিঃস্ব হবো জেনেও তবু
জড়াতে চাই বন্ধনে
ঠিক যে কোথায় আছো তুমি
নিঃশ্বাসে না স্পন্দনে?

যেমন ছিলাম তেমন আছি
থাকবো তেমন, মিলিয়ে নিও
সিক্ত সজল বাদল দিনে
সান্ধ্য রাগে রেশ বাজিয়ো

যেমন ছিলাম তেমন আছি
থাকবো তেমন, মিলিয়ে নিও
সিক্ত সজল বাদল দিনে
সান্ধ্য রাগে রেশ বাজিয়ো

নাইবা পেলাম, নাইবা ছুঁলাম
মিলবো শ্রুতি নন্দনে
নাইবা পেলাম, নাইবা ছুঁলাম
মিলবো শ্রুতি নন্দনে

ঠিক যে কোথায় আছো তুমি
নিঃশ্বাসে না স্পন্দনে?



Credits
Writer(s): Prabir Mukhopadhyay, Anjan Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link