Sajoni Re

সজনী রে, মানে না, এ মন মানে না
কেন এলো না? কাটে না, এ দিন কাটে না
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
সজনী রে, মানে না, এ মন মানে না
কেন এলো না? কাটে না, এ দিন কাটে না

দিন আজ কেটে যায় তার ভাবনায়
কথা দিয়ে কেন সে যে আমারে কাঁদায়
ও দিন আজ কেটে যায় তার ভাবনায়
কথা দিয়ে কেন সে যে আমারে কাঁদায়

হায় রে, সে কি বোঝে না?
দূর ছাই, ভালো লাগে না!
হায় রে, সে কি বোঝেনা?
দূর ছাই, ভালো লাগে না!
তারই পথ চেয়ে আমি বসে থাকি যে

বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
সজনী রে, মানে না, এ মন মানে না
কেন এলো না? কাটে না, এ দিন কাটে না

চোখে আসে জল ভরে, বাধা মানে না
বুকের আগুন যেন তবু নেভে না
ও চোখে আসে জল ভরে, বাধা মানে না
বুকের আগুন যেন তবু নেভে না

কেন, সে কি কিছু জানে না?
বুঝেও সে কেন বোঝে না?
কেন, সে কি কিছু জানে না?
বুঝেও সে কেন বোঝে না?
একা একা বসে থাকি তারই আশাতে

বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
সজনী রে, মানে না, এ মন মানে না
কেন এলো না? কাটে না, এ দিন কাটে না

বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
সজনী রে, মানে না, এ মন মানে না
কেন এলো না? কাটে না, এ দিন কাটে না

বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়
বসে বসে শুধু দিন যে গুনে যাই
কথাগুলো শুধু স্মৃতিতে থেকে যায়



Credits
Writer(s): Krishnendu Das, Aloke Bhowmik
Lyrics powered by www.musixmatch.com

Link