Sakhi Sajay Rakhlo Pushpa Basar

সাজায়ে রাখ লো পুষ্প-বাসর
সাজায়ে রাখ লো পুষ্প-বাসর তেমনি করিয়া তোরা
সখি, সাজায়ে রাখ লো
সাজায়ে রাখ লো পুষ্প-বাসর তেমনি করিয়া তোরা

কে জানে কখন আসিবে ফিরিয়া
কে জানে কখন আসিবে ফিরিয়া গোপিনীর মনচোরা

সখি, সাজায়ে রাখ লো

সে কি ভুলিয়া থাকিতে পারে
তার চির-দাসী রাধিকারে
সে কি ভুলিয়া থাকিতে পারে
তার চির-দাসী রাধিকারে

কত বড়-ঝঞ্ঝায় বাদল-নিশীথে এসেছে সে অভিসারে
সখি, এসেছে সে অভিসারে

মধু-বন হ'তে-
মধু-বন হ'তে চেয়ে আন আধ-ফোটা বনফুল
বন হ'তে-
মধু-বন হ'তে চেয়ে আন আধ-ফোটা বনফুল
পাপিয়ারে বল গান গাহিতে অনুকুল
বন হ'তে-

মধু-বন হ'তে চেয়ে আন আধ-ফোটা বনফুল
বন হ'তে-
মধু-বন হ'তে চেয়ে আন আধ-ফোটা বনফুল
পাপিয়ারে বল গান গাহিতে অনুকুল
বন হ'তে-

চাঁপার কলিকা এনে নূপূর গেঁথে রাখ
তেমনি তমাল-ডালে ঝুলনা বাঁধা থাক
চাঁপার কলিকা এনে নূপূর গেঁথে রাখ
তেমনি তমাল-ডালে ঝুলনা বাঁধা থাক

বেঁধে রাখ লো
বেঁধে রাখ লো- ঝুলনা তেমনি বেঁধে রাখ লো
কৃষ্ণ তমাল-ডালে ঝুলনা তেমনি
কৃষ্ণের পথ চেয়ে ঝুলনা তেমনি বেঁধে রাখ লো
বেঁধে রাখ লো, বেঁধে রাখ লো

সখি, যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী
সখি, যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী
মথুরা ত্যজিয়া, সখি গো, সখি গো, সখি গো
মথুরা ত্যজিয়া ব্রজে আবার আসিবে নিঠুর হরি
ফিরে আসিবে নিঠুর হরি
ফিরে আসিবে নিঠুর হরি

ফিরে আসিবে
ফিরে আসিবে এই কিশোর নটবর
ফিরে আসিবে এই ব্রজে পদরজ দিতে
ফিরে আসিবে এই কিশোর নটবর
ফিরে আসিবে এই ব্রজে পদরজ দিতে
ফিরে আসিবে
আনন্দে ভাসিবে, আনন্দে ভাসিবে
আনন্দে ভাসিবে
আনন্দে ভাসিবে এই নিরানন্দ ব্রজপুর, আনন্দে ভাসিবে
আনন্দে ভাসিবে, আনন্দে ভাসিবে, আনন্দে ভাস-

এই নিরানন্দ ব্রজপুর হরিপদ-রজ লভি'
নিরানন্দ ব্রজপুর হরিপদ-রজ লভি' আনন্দে ভাসিবে
নিরানন্দ ব্রজপুর হরিপদ-রজ লভি'
নিরানন্দ ব্রজপুর
আনন্দে ভাসিবে, আনন্দে ভাসিবে, আনন্দে ভাসিবে



Credits
Writer(s): Various Artist
Lyrics powered by www.musixmatch.com

Link