Manush Ekhono Manusher Pashe (From "Reunion")

মানুষ এখনো মানুষের পাশে
যায়নি তো আজও ভেসে
শিরায় শিরায় একই প্রত্যাশা
হাজার শপথে মেশে

মানুষ এখনো মানুষের পাশে
যায়নি তো আজও ভেসে
শিরায় শিরায় একই প্রত্যাশা
হাজার শপথে মেশে

পথের দাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে

বাতাসে যারা মিশিয়েছে বিষ
মানুষ যারা মারে
তোমার স্লোগান ঝরাক আগুন
ধ্বংস করো তারে

বাতাসে যারা মিশিয়েছে বিষ
মানুষ যারা মারে
তোমার স্লোগান ঝরাক আগুন
ধ্বংস করো তারে

আপস তুমি করো না এখন
সময় বলছে, "এসো"
Barricade হোক পথে-প্রান্তরে
মানুষকে ভালোবেসো

পথের দাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে

পথের দাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে

তুমি সনাতন, তুমি বিদ্রোহ
ঝড় জলে তোলপাড়
তোমার জন্য পৃথিবীর পথে
মুঠো ছুঁড়ে সোচ্চার

তুমি সনাতন, তুমি বিদ্রোহ
ঝড় জলে তোলপাড়
তোমার জন্য পৃথিবীর পথে
মুঠো ছুঁড়ে সোচ্চার

বিক্ষোভে আছো, বিশ্বাসে বাঁচো
প্রতিরোধে বাঁধো সুর
পায়ে পায়ে চলো সূর্যের দেশে
গায়ে মেখে রোদ্দুর

পথের দাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে

পথের দাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে

বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে
বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link