Adda

তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়
তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়

লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লোকে বলে গেছি গোল্লায়

আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা

তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়
তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়

লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লোকে বলে গেছি গোল্লায়

আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা

কত যুগ হয়ে গেছে মামা নেই বলে
সব আশা মুছে গেছে চোখের জলে
কত যুগ হয়ে গেছে মামা নেই বলে
সব আশা মুছে গেছে চোখের জলে

আজ ভাবনাহীন যায় কেটে যায় দিন
আজ ভাবনাহীন যায় কেটে যায় দিন
বেঁচে আছি বাবা-মার করুনায়

আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা

আজ চা-cigarette-এ চোখ দুটো জ্বলে
সব ব্যথা-হতাশাতে মন যায় ভুলে
আজ চা-cigarette-এ চোখ দুটো জ্বলে
সব ব্যথা-হতাশাতে মন যায় ভুলে

আমি আছি আশাহীন
গুনিবো গো শুধু দিন
আমি আছি আশাহীন
গুনিবো গো শুধু দিন
কবে দেবে বিধাতায় একটু সুখ

আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা

তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়
তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২-টায়

লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লোকে বলে গেছি গোল্লায়

আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা
আড্ডা-আড্ডা-আড্ডা



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link