Aee Kothati Mone Rekho

এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো

আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়
মনে রেখো এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো

শুকনো ঘাসে শূন্য মনে
আপন-মনে
অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম

মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো
এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো

দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে
দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে

যখন আমায় ও-পার থেকে
গেলো ডেকে
ভেসেছিলেম ভাঙা ভেলায়
গান গেয়েছিলেম

মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো
এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link