Hajar Kathar Pare

হাজার কথার পরে বুকের একটি কথা আসে
সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে
হোক না সে ভালোবাসা এ দু'টি প্রাণেতে একাকার

সে হোক তোমার, সে হোক আমার
মনকে নিজের বলে ভাবি না
তোমাকেও বলে যেতে পারি কি
ওই মনটা তোমার আজ হোক না আমার

হাজার কথার পরে বুকের একটি কথা আসে
সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে

আমার স্বপ্ন আজ আমার এ চোখ থেকে যাক না
তোমার দু'চোখ ছুঁয়ে থাক না সে খুশি মনে, থাক না
আমার স্বপ্ন আজ আমার এ চোখ থেকে যাক না
তোমার দু'চোখ ছুঁয়ে থাক না সে খুশি মনে, থাক না
দু'জনে যা দেখবো স্বপ্ন তা হোক দু'জনার

সে হোক তোমার, সে হোক আমার
মনকে নিজের বলে ভাবি না
তোমাকেও বলে যেতে পারি কি
ওই মনটা তোমার আজ হোক না আমার

হাজার কথার পরে বুকের একটি কথা আসে
সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে

সুখ যে একটি পাখি, তুমি-আমি তার দু'টি পাখনা
ঠোঁটে তার একই গান, একই সব কল্পনা-ভাবনা
সুখ যে একটি পাখি, তুমি-আমি তার দু'টি পাখনা
ঠোঁটে তার একই গান, একই সব কল্পনা-ভাবনা
পেয়েছি যে ঠিকানা নতুন আলোর কবিতার

সে হোক তোমার, সে হোক আমার
মনকে নিজের বলে ভাবি না
তোমাকেও বলে যেতে পারি কি
ওই মনটা তোমার আজ হোক না আমার

হাজার কথার পরে বুকের একটি কথা আসে
সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে
হাজার কথার পরে বুকের একটি কথা আসে
সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে



Credits
Writer(s): Amal Mukhopadhyay, Pulak Banarjee
Lyrics powered by www.musixmatch.com

Link