Maa

তুই ছাড়া বড়ো অসহায়, আমি নিরুপায়
হঠাৎ করে গেলি কই চলে?
ছলছল চোখ এই ধোঁয়ায়, এত অবেলায়
কেন গেলি, মা, আমায় ফেলে?

আমি তো শৈশব পারি না বোঝাতে
জেগে উঠি ভয়ে আজও একা রাতে

মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না

টলমল পায়ে তুই ছাড়া সব দিশেহারা
আর সবকিছু এলোমেলো
চোখে জল, আমি কাঁদছি না, ভয় পাচ্ছি না
একা একা চলা শিখে নেবো

মন খারাপের দিন যত তোকে খুঁজতো
বলিনি, মা, কখনো তোকে
ঘরে ফিরে তোকে না দেখে মন কাঁদে
নির্বাক কত প্রশ্ন চোখে

মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না

তুই ছিলি, ছিল রূপকথা, তার শেষ পাতা
উড়ে গেছে কোন দূর দেশে
রয়ে গেছে শুধু তারারা, সবহারারা
দেখে যা না একবার এসে

মন খারাপের দিন যত তোকে খুঁজতো
বলিনি, মা, কখনো তোকে
ঘরে ফিরে তোকে না দেখে মন কাঁদে
নির্বাক কত প্রশ্ন চোখে

মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না



Credits
Writer(s): Dev Goswain
Lyrics powered by www.musixmatch.com

Link