Jodi Kokhono (Male Version)

যদি কখনো জাগো একা রাত
বাড়িয়ে দেখো তোমার দু'হাত
যদি কখনো জাগো একা রাত
বাড়িয়ে দেখো তোমার দু'হাত

জেনো পাবেই আমায় নতুন কবিতায়

তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়

যদি বারেবার পড়ে মনে খুব
স্মৃতি ভাঙে ঢেউ, মনের অসুখ
যদি বারেবার পড়ে মনে খুব
স্মৃতি ভাঙে ঢেউ, মনের অসুখ

জেনো পাবেই আমায় নতুন কবিতায়

তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়

স্বপ্নে ভাঙলে ঘুম
আনমনে রাত নিঝুম
ডাক দিলে ভিজবে মন আমার
আদরই সব জানে
লেখা আছে নীল খামে
ডাকনামে ডাকলে যে আমায়

যদি বারেবার একা লাগে খুব
বেহিসেবি মন আশা বাঁধে বুক
জেনো পাবেই আমায় নতুন কবিতায়

তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়



Credits
Writer(s): Loy Deep
Lyrics powered by www.musixmatch.com

Link