Amar Kalam Jodi Dasotwer Lobhke Aswikar

আমার কলম যদি দাসত্বের লোভকে অস্বীকার করে
আমার কলম যদি দাসত্বের লোভকে অস্বীকার করে
দেওয়ালে দেওয়ালে রক্ত আখরে প্রচ্ছদপট আঁকে

আমার কণ্ঠ যদি প্রাণহীন এ দেশকে গীতিময় করে
আমার কণ্ঠ যদি প্রাণহীন এ দেশকে গীতিময় করে
আমার তুলিতে যদি অসভ্য রঙহীন সত্যকে দেখে
আমার নাটকে যদি শোষক আর শোষিতের
অসপত্ন মিলনের ঘটকালি অনুপস্থিত থাকে

তবে জেনো আমার প্রকৃতিদত্ত প্রথম ইন্দ্রিয়
গতিশীল হিংস্র এই বিংশ শতাব্দীর
অনেক জমানো কান্নার এক-সহস্রাংশ
লোনা জল শুধুমাত্রই দেখেছে কেবল

আমার কলম যদি দাসত্বের লোভকে অস্বীকার করে
আমার কলম যদি দাসত্বের লোভকে অস্বীকার করে
দেওয়ালে দেওয়ালে রক্ত আখরে প্রচ্ছদপট আঁকে

আমার কণ্ঠ যদি প্রাণহীন এ দেশকে গীতিময় করে
আমার কণ্ঠ যদি প্রাণহীন এ দেশকে গীতিময় করে
আমার তুলিতে যদি অসভ্য রঙহীন সত্যকে দেখে
আমার নাটকে যদি শোষক আর শোষিতের
অসপত্ন মিলনের ঘটকালি অনুপস্থিত থাকে

তবে জেনো আমার প্রকৃতিদত্ত প্রথম ইন্দ্রিয়
গতিশীল হিংস্র এই বিংশ শতাব্দীর
অনেক জমানো কান্নার এক-সহস্রাংশ
লোনা জল শুধুমাত্রই দেখেছে কেবল



Credits
Writer(s): Subho Joardar
Lyrics powered by www.musixmatch.com

Link