Somoy Gele

তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না

অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে

সময় গেলে

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link