Chader Buri

নীল আকাশের চাঁদের বুড়ী
চরকা কাটে প্রতিদিন
গল্প শোনায় মেঘের বাঁশি
ইচ্ছেরা নীলচে রঙিন

যায় কেটে সব একি রকম
(আহাহাহা...)
মনে নিয়ম, জীবন কেন আজ?
(আহাহাহা...)
যায় কেটে এই বিষণ্ণ রাত
(আহাহাহা...)
দিন শেষে থাকছে যে বিষাদ
(আহাহাহা...)

স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম

চরকা বুড়ীর কথায় কথায়
জমে থাকে দোষীপনা
রাত্রি হয়ে যাক প্রদীপ্ত দিন
লুকোনো পথ ঠিকানা
চরকা বুড়ীর কথায় কথায়
জমে থাকে দোষীপনা
রাত্রি হয়ে যাক প্রদীপ্ত দিন
লুকোনো পথ ঠিকানা

স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম

অযথাই কিছু বেহিসেবি
পিছুটান রয়েছে বাঁধা
একঘেয়েমি জীবন ছেড়ে
নীল আকাশে হবে দেখা

স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম
স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম
স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম

নীল আকাশের চাঁদের বুড়ী
চরকা কাটে প্রতিদিন
গল্প শোনায় মেঘের বাঁশি
ইচ্ছেরা নীলচে রঙিন

যায় কেটে সব একি রকম
(আহাহাহা...)
মনে নিয়ম, জীবন কেন আজ?
(আহাহাহা...)
যায় কেটে এই বিষণ্ণ রাত
(আহাহাহা...)
দিন শেষে থাকছে যে বিষাদ
(আহাহাহা...)

স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা
ইচ্ছেদের ছুটি দিলাম
দেয়ালে যত সব নিয়ম ভেঙ্গে
জোছনা সঙ্গী হলাম



Credits
Writer(s): Sheikh Adnan Almuqtadir
Lyrics powered by www.musixmatch.com

Link