Aye Dekhe Jaa

আজকের সাদা গুলো কালো কাল
কালকের কালো গুলো পরশু ছাই
আজকের ভালো গুলো সব উধাও
কালকের দিনগুলোয় ফিরতে চাই

ধাঁধার মত জটিল জীবন
বোঝাতে কি চায়?
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায়

আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু'ডানা
আয় দেখে যা, দেওয়ালে ঠেকে গেছে পিঠ

বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
দু'হাতে কালসিটে আর মাথায় কালো দাগ
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ

ভাবছি বসে কোন সে দোষে
কোথায় হলো ভুল?
কাঁদতে মানা যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল

আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু'ডানা
আয় দেখে যা, দেওয়ালে ঠেকে গেছে পিঠ

আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু'ডানা
আয় দেখে যা, দেওয়ালে ঠেকে গেছে পিঠ



Credits
Writer(s): Prasen, Arindom
Lyrics powered by www.musixmatch.com

Link