Behisabi Mon

বেহিসাবি মন মানে না বারণ
বেহিসাবি মন মানে না বারণ

শুধু খুঁজে যায় কাকে অকারণ
শুধু খুঁজে যায় কাকে অকারণ
মানে না বারণ

বেহিসাবি মন মানে না বারণ
ও বেহিসাবি মন মানে না বারণ

আনমনে রোদ বুনে বলাকা ডানায়
স্বপ্নেরা জাল বোনে কীসের আশায়
মখমলি রং-তুলি ছবি এঁকে যায়
হৃদয়েরই canvas-এ প্রথম পাতায়

জানে না, জানে না হারায় সে যে কখন

বেহিসাবি মন মানে না বারণ
ও বেহিসাবি মন মানে না বারণ

জানলার শার্সিতে ছুঁয়ে মেঘমন
বলে যায়- 'ভালোবাসি' যখন তখন
জানলার শার্সিতে ছুঁয়ে মেঘমন
বলে যায়- 'ভালোবাসি' যখন তখন

তারার জলসায় আকাশের গায়ে
না বলা সে কথাগুলো সুরে গান গায়
নিজ্ ঝুম রাত নামে চাঁদনী মায়ায়
বাতাসের কানে কানে কী যে বলে যায়

রাগে-অনুরাগে, খুঁজে ফেরে কাকে অকারণ

বেহিসাবি মন মানে না বারণ
ও বেহিসাবি মন মানে না বারণ

বেহিসাবি মন মানে না বারণ



Credits
Writer(s): Kakali Chatterjee, Suvabrata Ghatak
Lyrics powered by www.musixmatch.com

Link