Jananir Dware Aaji

জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই
থেকো না থেকো না, ওরে ভাই
মগন মিথ্যা কাজে
জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই

অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি
মার আহ্বানবাণী, রটাও ভুবনমাঝে

জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই

আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা
নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা
পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে

জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link