Mor Pothikere Bujhi

মোর পথিকেরে বুঝি এনেছ এবার
মোর করুণ রঙিন পথ
এসেছে, এসেছে, আহা, অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ
পথিকেরে বুঝি এনেছ এবার

সে যে সাগরপারের বাণী
মোর পরানে দিয়েছে আনি, আহা
তার আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত
এসেছে, এসেছে, আহা, অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ

পথিকেরে বুঝি এনেছ এবার

দুঃখ-সুখের এ পারে, ও পারে, দোলায়, দোলায় আমার মন
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু'নয়ন
দুঃখ-সুখের এ পারে, ও পারে, দোলায়, দোলায় আমার মন
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু'নয়ন

ওগো নিদারুণ পথ, জানি জানি
পুন নিয়ে যাবে টানি, আহা
তারে চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে, যাবে সে স্বপনবৎ
এসেছে, এসেছে, আহা, অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ

পথিকেরে বুঝি এনেছ এবার
মোর করুণ রঙিন পথ
এসেছে, এসেছে, আহা, অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ
পথিকেরে বুঝি এনেছ এবার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link