Biswa Sathe Joge

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

নয়কো বনে, নয় বিজনে
নয়কো আমার আপন মনে
নয়কো বনে, নয় বিজনে
নয়কো আমার আপন মনে
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়
সেথায় আপন আমারও

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও
সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও

গোপনে প্রেম রয় না ঘরে
আলোর মতো ছড়িয়ে পড়ে
গোপনে প্রেম রয় না ঘরে
আলোর মতো ছড়িয়ে পড়ে
সবার তুমি আনন্দধন, হে প্রিয়
আনন্দ সেই আমারও

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link