Aabar Dekha Hobe

আবার দেখা হবে
কবে কোথায় জানি না
বৃষ্টিতে নাইবা এলে
ঝড়ের সময় এসো তবে

আবার দেখা হবে
কবে কোথায় জানি না
বৃষ্টিতে নাইবা এলে
ঝড়ের সময় এসো তবে

আবার দেখা হবে

কত ঝড় ছুঁয়ে চলে গেল
প্রিয়জন ছিল কাছে
সেও ভুলে গেল
কত ঝড় ছুঁয়ে চলে গেল
প্রিয়জন ছিল কাছে
সেও ভুলে গেল

মনে হয় কথা ছিল ভুলে যাবে
জানি না তোমার বেলায়
কী হবে

আবার দেখা হবে
কবে কোথায় জানি না
বৃষ্টিতে নাইবা এলে
ঝড়ের সময় এসো তবে

আবার দেখা হবে

কেউ এসে ঘুম কেড়ে নিলো
কতজন ছিল কাছে
তারাও সরে গেল
কেউ এসে ঘুম কেড়ে নিল
কতজন ছিল কাছে
তারাও সরে গেল

হয়তোবা কথা ছিল সরে যাবে
জানি না তোমার বেলায়
কী হবে

আবার দেখা হবে
কবে কোথায় জানি না
বৃষ্টিতে নাইবা এলে
ঝড়ের সময় এসো তবে

আবার দেখা হবে
কবে কোথায় জানি না
বৃষ্টিতে নাইবা এলে
ঝড়ের সময় এসো তবে

আবার দেখা হবে



Credits
Writer(s): Dipankar Sengupta, Tapan Sanyal
Lyrics powered by www.musixmatch.com

Link