Tomar Kachey Aachey

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

যদি মিশে যায় একবার
পাবে তুমি গানের সুরা

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

যদি মিশে যায় একবার
পাবে তুমি গানের সুরা

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

তোমার কাছে আছে তালের ফোয়ারা
আমার আছে শুধু সুরের বেদনা
তোমার কাছে আছে তালের ফোয়ারা
আমার আছে শুধু সুরের বেদনা

যদি মিশে যায় একবার
পাবে তুমি প্রাণের লহরা
শেষ হবে মহড়া

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

যদি মিশে যায় একবার
পাবে তুমি গানের সুরা

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

তুমি ভেসে আসো সুরের ঝরনায়
আমি ডুবে থাকি রাতের কান্নায়
তুমি ভেসে আসো সুরের ঝরনায়
আমি ডুবে থাকি রাতের কান্নায়

যদি মিশে যায় একবার
পাবে তুমি প্রেমের সুরা
শেষ হবে মহড়া

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা

যদি মিশে যায় একবার
পাবে তুমি গানের সুরা

তোমার কাছে আছে সেতারের ঝালা
আমার সঙ্গী তানপুরা



Credits
Writer(s): Dipankar Sengupta, Tapan Sanyal
Lyrics powered by www.musixmatch.com

Link