Hariye Giyechi - Acoustic Version

হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে
ছোঁয় না কপাল

হারিয়ে যাইনি
তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায়
হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিজের ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ
আমার দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন...



Credits
Writer(s): Shahana Bajpei, Shayan Chowdhury Arnob
Lyrics powered by www.musixmatch.com

Link