Ek Meghla Dine

এক মেঘলা দিনে মন যে ভাবে
কি হতো তোমারই অভাবে
আকাশ যে হতো না নীল
বলতো শুধু মেঘ দেখা যাবে

আজ মন চাইছে ভালোবাসতে
প্রাণ ভরে সাথে তোমার হাসতে
বেদনা গেছে মুছে
পাওয়া যাবে না তাকে খুঁজে

এক মেঘলা দিনে মন যে ভাবে

মনের দুয়ার আমি দিয়েছি যে খুলে
জীবনের যন্ত্রণা গিয়েছি যে ভুলে
মন যে তোমার রঙে রঙিন হলো
ব্যস্ত যে এই জীবন মুগ্ধ হলো
পেলাম যে নতুন আশা
পেলাম যে নতুন দিশা

এক মেঘলা দিনে মন যে ভাবে
কি হতো তোমারই অভাবে
আকাশ যে হতো না নীল
বলতো শুধু মেঘ দেখা যাবে

চাঁদ যে এখন আরো বেশি ভালো লাগে
তারাগুলো যে নেই আর অন্তরালে
ও চাঁদ যে এখন আরো বেশি ভালো লাগে
তারাগুলো যে নেই আর অন্তরালে
জোনাকিরা দেয় যে আলো
ফুল ফোটে আপন খেয়ালে

এক মেঘলা দিনে মন যে ভাবে
কি হতো তোমারই অভাবে
আকাশ যে হতো না নীল
বলতো শুধু মেঘ দেখা যাবে, যাবে

আজ মন চাইছে ভালোবাসতে
প্রাণ ভরে সাথে তোমার হাসতে
বেদনা গেছে মুছে
পাওয়া যাবে না তাকে খুঁজে

এক মেঘলা দিনে মন যে ভাবে



Credits
Writer(s): Avik Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link