Tajmahal

আমিতো বলতে পারি
যদি হতাম সম্রাট শাহজাহান
মমতার স্মৃতি গড়তাম আমি...
প্রেমের সমাধি তাজ-মহল...
আমিতো বলতে পারি
যদি হতাম সম্রাট শাহজাহান
মমতার স্মৃতি গড়তাম আমি...
প্রেমের সমাধি তাজ-মহল...

দুঃখ ঝরা ক্লান্ত মানুষ
এতটুকু আশ্রয় কোথাও নেই...
খালি হল কত যে সখিনার সংসার...
আমিতো বলতে পারি
যদি হতাম পামির মাল-ভুমি.
আমারি বিশাল ছায়াতলে
আশ্রিত জনতার দল সংগ্রামী...

সুখের পাখিরা উড়ে গেছে
এতটুকু শান্তির ছিহ্ন নেই
খালি হল কত যে মায়ের সোনাকোল
আমিতো বলতে পারি
যদি হতাম মহাকাশ বন্ধনী
আমারি বিশাল বন্ধনে
নিঃশেষ হত জাগতিক ধ্বংসামী

আমি অতি সাধারণ
সংগ্রামী আমরণ
খেটে খাওয়া কোন যুবক
জানি না... বুঝিনা... ছলনা...

আমিতো বলতে পারি
যদি হতাম সম্রাট শাহজাহান
মমতার স্মৃতি গড়তাম আমি...
প্রেমের সমাধি তাজ-মহল...



Credits
Writer(s): Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link