Chokhe Chokhe Eto Kotha

চোখে চোখে এতো কথা
মুখে কেন বলো না।
এতো আশা তবু ভাষা
মন কেন পেলো না।
এ কি খেলা বলো না
কেন করো তুমি বলো ছলনা
বলো না
বলো না
চোখে চোখে এতো কথা
মুখে কেন বলো না
এ কি খেলা বলো না
কেন করো তুমি বলো ছলনা
বলো না
বলো না
আলো-ছায়ায়, এ নিরালায়
এমন মায়াবী রাত জেগে।
ছোটো ছোটো স্বপ্নেরা
এতো খুশী হইনি আগে।
এই মধুরাতে, কেন কাছে পেতে
মন চায় তোমাকে।
বলো না
বলো না
বলোনা
কিছু আশায় ভালোবাসা
মনে মনে হাত বাড়িয়ে।
বলে এসো ধীরে ধীরে
আজকে সীমানা ছাড়িয়ে।
এই মন বলে সবকিছু ভুলে
চায় না কি কাছে আসা।
বলো না
বলো না
বলো না
চোখে চোখে এতো কথা
মুখে কেন বলো না।
এতো আশা তবু ভাষা
মন কেন পেলো না।
এ কি খেলা বলো না
কেন করো তুমি বলো ছলনা
বলো না
বলো না
বলো না
বলো না।



Credits
Writer(s): Gautam Sushmit, Om Arup
Lyrics powered by www.musixmatch.com

Link