Shohure Paradox

ইচ্ছে করে নীল আকাশে উড়ে চলে যাই
পাশে দেখি দুপুর রোদে তুমি কাছে নাই
শহর পাগল মানুষ আমি;
ভালোবাসি কালো ধোঁয়া, কালো তারে, কালো, কালো, কাক
বিকেলবেলা লাল আকাশে, দুটো ছাদে দুজনাতে,
চোখে চেয়ে থাকা নির্বাক।
ভেতর থেকে হারিয়েছিল কবি,
মুচকি গালে খুঁজে দিলে সবই।
বৃষ্টি দিল মেঘেরা সব দলবেঁধে এই ক্ষণে,
বোকা তুই রং লাগালি মনে।
একটা বৃষ্টির ফোঁটা পড়লো তোমার ঘাড়ের কোণে,
বোকা তুই রং লাগালি মনে।
ইচ্ছে করে দুপুর রোদে চোখটা মুদে শুই
নাকে তোমার চুলের গন্ধ প্যারাসুট না জুঁই।
ইচ্ছে করে দুপুর রোদে চোখটা মুদে শুই
নাকে তোমার চুলের গন্ধ প্যারাসুট না জুঁই।
ভেতর থেকে হারিয়েছিল কবি,
খোপা খুলে খুঁজে দিলে সবই।
শহর পাগল মানুষ আমি,
ভালোবাসি ট্রাফিক জ্যামে, অল্প রেগে, ব্যস্ত সব মানুষ।

রাতের বেলা রাস্তা খালি, মোটরসাইকেল তুমি আমি,মন আমার হয়ে যায় ফানুস।

বৃষ্টি দিল মেঘেরা সব দলবেঁধে এই ক্ষণে
বোকা তুই রং লাগালি মনে
একটা বৃষ্টির ফোঁটা পড়লো তোমার ঘাড়ের কোণে
বোকা তুই রং লাগালি মনে
ভেতর থেকে হারিয়েছিল কবি,
খোপা খুলে খুঁজে দিলে সবই।
বৃষ্টি দিল মেঘেরা সব দলবেঁধে এই ক্ষণে,
বোকা তুই রং লাগালি মনে।
একটা বৃষ্টির ফোঁটা পড়লো তোমার ঘাড়ের কোণে,
বোকা তুই রং লাগালি মনে।



Credits
Writer(s): Falah Galeeb
Lyrics powered by www.musixmatch.com

Link