Byomjatri

আজ আমি ষাট বছরের শিশু হয়ে
জন্ম নিলাম আরেকবার
আদরের পরিমাণ এক না থাকায়
লাঠিই ধরে হাত তার
উড়ন্ত সময়ের পাখনা ধরে
জীবন চাইছে মুক্তি আজ
প্রান্তশেষে দাঁড়িয়ে ধরণীর
কমেছে ক্ষীণ ভক্তির সাজ
ভাবার বিষয় একটাই শুধু
কীসের এত টান তোমার
শেষ ট্রেনের যাত্রী হয়েও
ভাবছ আবার ফিরে যাওয়ার
মহাকাশযান ছুটছে তার ধোঁয়াশার সফরে
পরিবার নাকি পরবর্তী যাত্রী
বিদায় হাসিমুখে



Credits
Writer(s): Ankur Dutta, Ankur Poddar, Mainak Ganguly, Prolay Biswas, Rohit Nag
Lyrics powered by www.musixmatch.com

Link