Tumi Jato Bhar Diyechho

তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা
বন্ধু, সকলই হয়েছে বোঝা
এ বোঝা আমার নামাও, বন্ধু, নামাও
এ বোঝা আমার নামাও, বন্ধু, নামাও
ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও
বন্ধু, এ যাত্রা তুমি থামাও

আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে
অঙ্গার করে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে
বন্ধু, কোনো ফল নাহি ফলে
তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ
বন্ধু, সার্থক করে প্রাণ

যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা
যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা
বন্ধু, কেহ নাহি করে ক্ষমা
এ বোঝা আমার নামাও, বন্ধু, নামাও
এ বোঝা আমার নামাও, বন্ধু, নামাও
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও
বন্ধু, এ যাত্রা মোর থামাও

তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা
বন্ধু, সকলই হয়েছে বোঝা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link