এক জীবনে এত দুংখ আমায় কেন দিলি

আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
বন্ধু, নির্দয়া পাষাণ, তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পারি

মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
বন্ধু, নির্দয়া পাষাণ, তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পারি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকিধিকি
প্রম-অনলে সবই গেল, নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকিধিকি
প্রম-অনলে সবই গেল, নাই রে কিছু বাকি

আমার মন...
আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি

ও, এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি?
তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি?
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি?
তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি?
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

আমার মন...
আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
বন্ধু, নির্দয়া পাষাণ, তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পারি

ও, রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাতজাগা দেবী
খুব যতনে সঙ্গোপনে আঁইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি?

রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাতজাগা দেবী
খুব যতনে সঙ্গোপনে আঁইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি?

আমার মন...
আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
বন্ধু, নির্দয়া পাষাণ, তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পারি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকিধিকি
প্রম-অনলে সবই গেল, নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকিধিকি
প্রম-অনলে সবই গেল, নাই রে কিছু বাকি

আমার মন...
আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি
কোথায় গিয়ে হইলি গোপন, ধরতে নাহি পারি



Credits
Writer(s): Masud Rana
Lyrics powered by www.musixmatch.com

Link