Shimahin Bhalobasha

তুমি আছো আমারই
আমি আছি শুধু তোমারই
যদি এমনটা কালকে না হয়
হতে পারে কোনোদিন তুমি বদলে গেছো
হতে পারে একদিন আমি বদলে গেছি

দু'জনার মাঝে যদি দেয়াল চলে আসে
দু'প্রান্তে দু'জনে অজানায় যায় ভেসে
তবু এই মনে তোমাকে

এই মনে তোমাকেই চাওয়া
আর সীমাহীন কত ভালোবাসা
একাকিত্বের মাঝে তোমাকেই ভাবা
এই মনে পূর্ণতা
এই মনে পূর্ণতা

তুমি আছো নিঃশ্বাসে
তুমিহীনা কী করে বলো থাকি বেঁচে
এতটাই চাই তোমাকে যেন দেহ চায় আত্মাকে
যদি অমাবস্যায় মনে পড়ে যায়
শত জোনাকীর আলোয়
খুঁজবো তোমায় যদি আগামীর দিনগুলোয়

কালো মেঘে ঢাকে যদি স্বপ্নগুলো তার
ভিড়ে লুকিয়ে থাকে সীমাহীন কত ভালোবাসা
অবশেষে তুমি আমি হবো এক বিরাট আকাশ
বাতাসের জলে ভিজে হবে আমাদের বসবাস

এই মনে তোমাকেই চাওয়া
আর সীমাহীন কত ভালোবাসা
একাকিত্বের মাঝে তোমাকেই ভাবা
এই মনে পূর্ণতা
এই মনে পূর্ণতা
এই মনে পূর্ণতা



Credits
Writer(s): Mashikur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link