Orey Neel Jamunar Jal

ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল
কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম
নীল যমুনার জল

তোর কোন্ কূলে কোন্ বনের মাঝে
আমার কানুর বেণু বাজে
কোন্ কূলে কোন্ বনের মাঝে
আমার কানুর বেণু বাজে

আমি কোথায় গেলে শুনতে পাব
কোথায় গেলে শুনতে পাব 'রাধা রাধা' নাম
ওরে নীল যমুনার জল

আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল্
কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল
সবার চোখে জল
বল্ রে আমার শ্যামল কোথায়
কোন্ মথুরায় কোন দ্বারকায়
বল্ রে আমার শ্যামল কোথায়
কোন্ মথুরায় কোন দ্বারকায় বল্ যমুনা বল
বাজে বৃন্দাবনের কোন্ পথে তাঁর
বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম

কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম
ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link