Nei Alo

যাও যত তর্ক সাজাও
তবু তারা আছে
যাও যত যুক্তি বানাও
যাও সেই কোলাহলে
কান পাতো চুপিসারে
গান গায় অশরীরীরা

ওরা তোমার মতই দেখতে পায়
ওরা তোমার মতই একলা
ওরা খাঁচার ভেতর ছটফটায়
আর ডুকরে ডুকরে কেঁদে যায়

এখানে নেই আলো, নেই
আমাদের দেখা যায় না
এখানে নেই বাতাস, নেই
আমাদের ছোঁয়া যায় না

যাও যত তর্ক সাজাও
তবু তারা আছে
যাও যত যুক্তি বানাও

আলো তোমাদের থাক অন্ধকারও
শুধু মেঘেদের সরে জেতে দাও
চোর-পুলিশের খেলা বন্ধ করো
আর পাখিদের উরে যেতে দাও

ওরা তোমার মতই দেখতে পায়
ওরা তোমার মতই একলা
ওরা খাঁচার ভেতর ছটফটায়
আর ডুকরে ডুকরে কেঁদে যায়

এখানে নেই আলো, নেই, নেই
আমাদের দেখা যায় না
এখানে নেই বাতাস, নে-হে-হে-এই
আমাদের ছোঁয়া যায় না

এখানে নেই আলো, নেই আলো, নেই
আমাদের দেখা যায় না
এখানে নেই বাতাস, নেই বাতাস, নেই
আমাদের ছোঁয়া যায় না



Credits
Writer(s): Prasen, Subho Pramanik
Lyrics powered by www.musixmatch.com

Link