Shohore Eka Ami

মেঘে ঢাকা সেই চাঁদ
আঙুলে চায়ের কাপ
টং দোকানে বসে রাজনীতির আলাপ
নতুন প্রজন্মকে ধর্মের শিক্ষা
মানবিকতার তবুও নেই কোনো চিন্তা
নিয়ম কানুন অবহেলার এই শহর
এই রাস্তায় আমার নাম
হেটে গেলে বলে থাম
তুই যাসনে একা বাহিরে
সূর্য ডোবার পরে
তবুও বলতে পারি কি
এ শহর আমার
নিজের কঠিন পরিচয়
করবো কি স্বীকার
আমি মাথা উচু করে
এগিয়ে চলি কি করে
এই ট্রাফিকের মাঝে থেমে থাকা
ক্ষণ থেমে থাকা মন ভাবছে কি
কারণ
কেনো মাঝরাতে খালি ফুটপাথে
হেটে গেলে বলে নেই তো সেই নিয়ম?

এই দেশকে ভালবাসতে চাই
এই মাটিতে বাঁচতে চাই
তবু এই কালো আঁধারের মাঝে
প্রশ্নোত্তর কোথায় পাই?
মাথা উচু করে এগিয়ে চলি কি করে?
আমার নেই কোনো দিন
নেই কোনো রাত
নেই কোনো লাভ করে প্রতিবাদ
আলো খোঁজার প্রত্যাশা নিয়ে
সবই মেনে চলে হেটে যাই তবু
নিয়ম কানুন অবহেলার
এই শহরে



Credits
Writer(s): Prottoy Khan, Shanila Islam
Lyrics powered by www.musixmatch.com

Link