E Jibon Besh Cholchhe

এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে
এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে
একটু শুধু যা অন্ন নাই, মা ও বোনেদের বস্ত্র নাই
কর্ম নাই, এ বেকার জীবন, আর সব ঠিকঠাক বেশ চলছে
এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে

পথে পথে ভরে গেছে ভিখারি
Building উঠছে ভাই সারি সারি
পথে পথে ভরে গেছে ভিখারি
Building উঠছে ভাই সারি সারি
লাখে লাখে কত না ডিগ্রিধারী
পারছে না ঘোচাতে তার বেকারি

আর কী কবো, সবকিছু বুঝে মুখ বুজে বুজে
সয়ে যাবো, আমরা কী করতে পারি
আর সব ঠিকঠাক বেশ চলছে

এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে

বাজারেতে সবকিছু আকাশছোঁয়া
কয়লা বিনাতে ভাই উঠছে ধোঁয়া
বাজারেতে সবকিছু আকাশছোঁয়া
কয়লা বিনাতে ভাই উঠছে ধোঁয়া
বড় বড় নেতা জনতার হাতে
ধরিয়ে যে দিচ্ছে ভাই মুড়ির মোয়া

আর কী কবো, চারিদিকে চুরি
আর ঘুসখোরি, কালোবাজারিতে দেওয়া নেওয়া
আর সব ঠিকঠাক বেশ চলছে

এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে

শুনেছি এই দেশে জন্মেছে শুভাষ
কবিগুরু, দেশবন্ধু আর যতীন দাস
শুনেছি এই দেশে জন্মেছে শুভাষ
কবিগুরু, দেশবন্ধু আর যতীন দাস
পরাধীনতার জ্বালা ঘোচাতে লাজ
শয়ে শয়ে গলায় পরেছে ভাই ফাঁস

আর কী কবো, আমরা কি তারই উত্তরাধিকারী
লজ্জায় মাথা কাটা যায় যে আজ
আর সব ঠিকঠাক বেশ চলছে

এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে
একটু শুধু যা অন্ন নাই, মা ও বোনেদের বস্ত্র নাই
কর্ম নাই, এ বেকার জীবন, আর সব ঠিকঠাক বেশ চলছে
এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে

এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে
এ জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link