Radha Binodini Bole

রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো"
রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো
আমি কেন এত একা
আমি কেন এত একা, তুমি পাশে নাই গো"
রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো"

"বেশ তো রয়েছো তুমি নিজের সুখে
ভুলেও দেখো না মরি কত যে দুখে
কত যে দুখে
ফোটে মঞ্জুল হাসি তোমার অধরে যে তাই গো
মঞ্জুল হাসি তোমার অধরে যে তাই গো
কৃষ্ণ কানাই"

রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো"

"বংশী নিয়ে তুমি রয়েছো বিভোর
ভাবো না তো কী বিরহে কে হলো কাতর"

"চতুর তুমি তো, তাই বলছি তোমায়
এমন চতুরালি করো কিছু নিয়ে আমায়
নিয়ে আমায়
এখন আমরা দু'জন যাতে এক হয়ে যাই গো
আমরা দু'জন যাতে এক হয়ে যাই গো
কৃষ্ণ কানাই"

রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো"
রাধা বিনোদিনী বলে, "কৃষ্ণ কানাই গো"



Credits
Writer(s): Mrinal Bandopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link