Chena Golpo Chena Hote_(From"Buro Sadhu")

চেনা গল্প অচেনা হতে সময় লাগে না
সবকিছুই নীলচে ধূসর, ভালো লাগে না
মন খারাপের পুকুর পাড়ে আজ মেঘ জমেছে
বাড়ছে ভিড়, ভাঙছে তীর, আর জল কমেছে
চল খুঁজি ভিনদেশী বুড়ো সাধুকে

গল্প রাতে, অল্প আঘাতে কার
ইচ্ছে সুতো আজ কার যে হাতে
কে লিখছে গল্প, কে গল্পে মাতে রে হায়
কে বাসছে ভালো, কে জ্বালছে আলো
কে যে পাতছে আড়ি, আর কে তাকালো
কার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায়

মেকি গুঞ্জন ফিকে রোদে ভিজে যায়
তুমি আর আমি নদীটির দুই তীরে
আবছায়া পথ মিশে গেছে মোহনায়

তাই বলছি আমি, জ্বলছি নিজে
বলার আগে ভাবিনি যে
শুকনো শরীর, মন ভিজে কেন

কাঁদছি আমি, কাঁদছে আকাশ
আমার দিকে সামলে তাকাস
মিথ্যে মায়ায় জলে ঝাঁপাস না যেন



Credits
Writer(s): Pranjal Das
Lyrics powered by www.musixmatch.com

Link