Bangla Islamic Gojol (Ogo Kabar Malik)

তোমার কদমে আমি ঠুকেছি মাথা
বারবার তোমাকেই করছি স্মরণ
তোমার কদমে আমি ঠুকেছি মাথা
বারবার তোমাকেই করছি স্মরণ

ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের সাথে দিও আমাকে মরণ
ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের পথে দিও শহিদি মরণ

ওগো কাবার মালিক
তোমার পথে, তোমার মতে
করি যেন জীবন যাপন
তোমার পথে, তোমার মতে
করি যেন জীবন যাপন

ওমরের মতো করে শক্তি সাহস দিও
ঈমান-আমল দিও আলির মতো
বীরের মতো যেন প্রাণ চলে যায়
বীরের মতো যেন প্রাণ চলে যায়
শরীরে জড়ানো থাকে শহিদি কাফন

ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের সাথে দিও আমাকে মরণ
ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের পথে দিও শহিদি মরণ

ওগো কাবার মালিক
রক্তের বিন্দুতে, হৃদয়ের সিন্ধুতে
ইসলাম করে দিও আমার আপন
রক্তের বিন্দুতে, হৃদয়ের সিন্ধুতে
ইসলাম করে দিও আমার আপন

বকরের মতো করে ধৈর্য জ্ঞান দিও
সাহাবার মতো দিও শহিদি মরণ
বীরের মতো যেন প্রাণ চলে যায়
বীরের মতো যেন প্রাণ চলে যায়
শরীরে জড়ানো থাকে শহিদি কাফন

ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের সাথে দিও আমাকে মরণ
ওগো কাবার মালিক, শোনো আর্জি আমার
ঈমানের পথে দিও শহিদি মরণ
ওগো কাবার মালিক



Credits
Writer(s): Bishal Ahmed, Julhush Kibriya
Lyrics powered by www.musixmatch.com

Link