Tomar Naame

তোমার নামে বৃষ্টি নামে
অঝোর ধারায় ঝরে
শ্রাবণধারা পরশ ভেবে
আগলে নেবো তারে

বুঝবে না কেউ তোমার আমার
এই যে অভিমান
ছুঁয়ে থাকার এই তো সুযোগ
হোক না পিছুটান

তোমার নামে বৃষ্টি নামে
অঝোর ধারায় ঝরে

খামখেয়ালি মেঘের ভেলায়
রোদের লুকোচুরি
সবকিছুকে ভুলতে গিয়েও
ভুলতে কি তা পারি?

কখনো দেখি খোলা আকাশ
নীল দিগন্ত শূন্য
ভাবনাগুলো ভিড় করে না
কে বাঁচে কার জন্য?

নিকষ কালো এই মেঘ দেখে
স্বপ্ন আজও বুনি
তোমার মতো শ্রাবণ মেঘও
আজ বড্ড অভিমানী

তোমার নামে বৃষ্টি নামে
অঝোর ধারায় ঝরে
শ্রাবণধারা পরশ ভেবে
আগলে নেবো তারে



Credits
Writer(s): Sohan Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link