Bel Pakile

বেল গাছে বেল পাকিলে / কাকের তো আর আশা নাই,
কি হবে বসন্ত আইলে/ বন্ধু যখন পাশে নাই৷

বাড়ির পাশে ফুলের বাগান কত যে ফুল ফোটে
বন্ধু পাশে থাকার বলো কার ভাগ্যে জোটে (২)
আমার বন্ধু পাশে নাই
ভ্রমর বিনে ফাগুন মাসে কেমনে সোহাগ পাই৷

কত ফুলে ভ্রমর আইছে/ কত ফুলে আইতেছে,
কয়জন আমার মতো/ চোখের জলে নাইতেছে?
আমার উড়ার পাঙ্খা নাই
(সাঁইরে) থাকত যদি উইড়া উইড়া/ বন্ধের কাছে যাই৷

গেল বসন্তে যখন বন্ধু পাশে ছিল
সুরেলা কণ্ঠে বন্ধে কত গান শুনাইলো (২)
আর সুরেলা গীত নাই
বেহায়া মনে শুনি বেসুরা সানাই।



Credits
Writer(s): Rama Charan
Lyrics powered by www.musixmatch.com

Link