Kaal Dekha Hole

কাল দেখা হলে কী দেবো তোমায়
নির্ঘুম ডুবে আছি সে ভাবনায়
কাল দেখা হলে কী দেবো তোমায়
নির্ঘুম ডুবে আছি সে ভাবনায়

কোনো রজনীগন্ধা নয়
নিঝুম সন্ধ্যা নয়
মন শুধু ভালোবাসা দিতে চায়

মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়

মন, মন, মন
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন, মন, মন
মন শুধু ভালোবাসা পেতে চায়

তোমারই প্রেম করেছে আমায় এত অন্ধ
বুঝি না কী ভালো লাগে তোমার, কোনটা মন্দ
কাল দেখা হলে কী দেবো তোমায়, তোমায়, তোমায়
নির্ঘুম ডুবে আছি সেই ভাবনায়, ভাবনায়, ভাবনায়

ওই জোনাকি রাতটা নয়
দূরের ওই চাঁদটা নয়
মন শুধু কিছু আশা দিতে চায়

মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়

মন, মন, মন
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন, মন, মন
মন শুধু ভালোবাসা পেতে চায়

তুমি হাসলে তোমাকে লাগে আরো মিষ্টি
পারি না কিছুতেই ফেরাতে আমি অবাক দৃষ্টি
কাল দেখা হলে কী দেবো তোমায়, তোমায়, তোমায়
নির্ঘুম ডুবে আছি সেই ভাবনায়, ভাবনায়, ভাবনায়

এই একাকী দিনটা নয়
হাজারো চিন্তা নয়
জমে থাকা কথা বলে দিতে চাই

মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়

মন, মন, মন
মন শুধু ভালোবাসা দিতে চায়

কাল দেখা হলে কী দেবো তোমায়
নির্ঘুম ডুবে আছি সে ভাবনায়
কাল দেখা হলে কী দেবো তোমায়
নির্ঘুম ডুবে আছি সে ভাবনায়

কোনো রজনীগন্ধা নয়
নিঝুম সন্ধ্যা নয়
মন শুধু ভালোবাসা দিতে চায়

মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন শুধু ভালোবাসা পেতে চায়

মন, মন, মন
মন শুধু ভালোবাসা দিতে চায়
মন, মন, মন



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link